Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (কার্তিক ১৪২৪)

বিশ্ব খাদ্য দিবসে যুগল চতুর্দশপদী
কৃষিবিদ এ এইচ ইকবাল আহমেদ*

 

ক. কৃষির সুতিকাগার
বদলে দাও আগামী অভিবাসন।
অতীতের ওই যাযাবর দিনগুলো
মনে করে দেখ, দিয়েছি যা নির্বাসন।
সজ্ঞানে হয়ো না পশুতুল্য মনভুলো।

প্রপিতামহেরা তামাম প্রান্তর ঘুরে
ফলমূল আর প্রাণিখাদ্য খুঁজে খুঁজে
সারাদিনমান ছুটেছেন কত দূরে
প্রকৃতির সাথে অক্লান্ত প্রাণান্ত যুজে।

এখন ভাঁড়ারে প্রাচুর্য্যরে সমারহ
অন্য কাজে হচ্ছে উদ্বৃত্ত কাল বিলীন
কেটেছে ক্ষুধার যন্ত্রণাময় দুর্দিন
তার জন্য চাই পুঁজির সরবরাহ।

হোক সব গ্রাম কৃষির সুতিকাগার
জনতার পাতে জুটুক পূর্ণআহার।।

খ. বীজ-মৃত্তিকা উর্বর
পর্বত অরণ্য ঘুরে খুঁজেছি খাবার
তুখোড় বন্যের সাথে করেছি সমর
অতঃপর পেয়ে  বীজ মৃত্তিকা উর্বর
সোনালি শস্যের গড়ি বিশাল ভাগাড়।

স্বর্গচ্যূত হয়ে মর্তে স্বহস্তে আবার
গড়ে তুলি ভূয়ে  রম্য বন্দর নগর
খাদ্য ও শক্তিতে হয়ে ওঠি স্বর্নিভর
স্থিতু হই ঘরে, নই যাযাবর আর।

যুদ্ধ হোক শেষ; মানুষ ও  প্রকৃতিরে
সাথে নিয়ে গড়ি পৃথিবীতে স্বর্গোদ্যান।
জলকবুতর ওড়ে সাগর গভীরে
নিশ্চিন্তে যেমন, কণ্ঠে  জীবনের গান।  

এখানে রয়েছে  ছড়ানো খাদ্য সবার
প্রয়োজন শুধু সঠিক বাঁটোয়ারার।

 

এসেছে বিশ্ব খাদ্য দিবস প্রতিপাদ্য নিয়ে
ইফতি ইশতি ইমতি**


প্রতি বছর খাদ্য দিবসে হয়  প্রতিপাদ্য নির্ধারণ
অনাহার দারিদ্র্য দূর করে আগামীর পথে হতে আগুয়ান...
১৯৮১/৮২ সবার আগে খাদ্য,
১৯৮৩ খাদ্য নিরাপত্তার,
১৯৮৪ কৃষিতে নারী;
১৯৮৫ গ্রামীণ দরিদ্রতা;
১৯৮৬ জেলে ও জেলে সম্প্রদায়;
১৯৮৭ ক্ষুদ্র কৃষক, ১৯৮৮ গ্রামীণ যুবক;
১৯৮৯ খাদ্য ও পরিবেশ;,
১৯৯০ সালে ভবিষ্যতের জন্য খাদ্য;
১৯৯১ জীবনের জন্য গাছ; ১৯৯২ খাদ্য ও পুষ্টি;
১৯৯৩ মানব কল্যাণে প্রকৃতির বৈচিত্র্যময় সমাহার;
১৯৯৪ জীবনের জন্য পানি;
১৯৯৫ সবার জন্য খাদ্য;
১৯৯৬ ক্ষুধা ও পুষ্টির বিরুদ্ধে সংগ্রাম;
১৯৯৭ খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ;
১৯৯৮ অন্ন যোগায় নারী;
১৯৯৯ ক্ষুধা জয়ে তারুণ্য;
২০০০ ক্ষুধামুক্ত সহস্রাব্দ;
২০০১ দারিদ্র্য বিমোচনে ক্ষুধামুক্তির সংগ্রাম;
২০০২ পানি খাদ্য নিরাপত্তার উৎস;
২০০৩ ক্ষুধার বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি;
২০০৪ খাদ্য নিরাপত্তায় জীব বৈচিত্র্য;
২০০৫ কৃষি ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ;
২০০৬ খাদ্য নিরাপত্তার জন্য কৃষিতে বিনিয়োগ;
২০০৭ খাদ্যের অধিকার;
২০০৮ বিশ্ব খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ুর পরিবর্তন ও জৈবশক্তি;
২০০৯ সংকটকালীন খাদ্যনিরাপত্তা অর্জন;
২০১০ ক্ষুধার বিরুদ্ধে ঐক্য;
২০১১ সংকট নিরসনে সহনশীল খাদ্যমূল্য নির্ধারণ;
২০১২ কৃষি সমবায় : ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার উপায়;
২০১৩ খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য টেকসই খাদ্য কৌশল;
২০১৪ পারিবারিক খামার : পরিবেশসম্মত প্রয়োজনীয় খাদ্য যোগান ও সমৃদ্ধির মূল উৎস;
২০১৫ গ্রামীণ দারিদ্র্য চক্রের অবসানে সামাজিক সুরক্ষা এবং কৃষি;
২০১৬ জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে;
২০১৭ অভিবাসনের ভবিষ্যৎ দাও বদলে, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে করো বিনিয়োগ
এ হলো বিগত বছরের খাদ্য দিবসের প্রতিপাদ্য শিরোনাম
সবাই মিলে করলে বাস্তবায়ন দেশ হবে বলিয়ান।


*পরিচালক (অব.), বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি মন্ত্রণালয়, ০১৫৫৮ ৩০১ ৯০৮, ahiqbal.ahmed@yahoo.com;
** প্রযত্নে-জেড এ ভুইয়া, জবেদ ফয়জুন মঞ্জিল, পীরেরবাগ, ঢাকা

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon